
তুমি দেখেছিলে সুদূর মরুভূমি থেকে উড়ে এসেছে খেজুর, বাবলা গাছের আধপোড়া পাতা
- 06 August, 2020
- 0 Comment(s)
- 215 view(s)
- লেখক: প্রজিত জানা
তুমি দেখেছিলে সুদূর মরুভূমি থেকে উড়ে এসেছে খেজুর, বাবলা গাছের আধপোড়া পাতা
বুনো ক্যাকটাসের কাঁটা যেন আজও বিঁধে আছে
উটের মতো কুঁজো এক প্রাচীন পরিব্রাজকের গলায়
বসন্ত ঋতুমতী হওয়ার আগেই ফুলদানির নিরেট
গিলে ফেলল সাদা পাপড়ি, রক্তাল্পতা
তাছাড়া রক্তশূন্যতায় স্তব্ধতার মাত্রা বড় বেশী আর রক্ততেজে বাগ্মিতার
কে আগে নিভবে, মোম না শিখা, তার ফয়সালা হওয়ার আগেই নিম্নচাপ বদলে গেল তুফানে
মহুয়ার বনে ধেয়ে আসা মত্ত হাতির দল ভুলে গেল আদিম অরণ্যে ফেরার পথ
যে খাম পৌঁছালো তার ভিতর কোনও চিঠি ছিল না
আর ঠিকানাও ছিল কাল্পনিক
তবু ফিরে এলো সেই কবিতা যা কোনও কবিই রচনা করে নি কোনও দিন
যে শুধু অনেক মানুষের হয়ে ধারন করেছিল
দুঃখ ও পিপাসা
কবি তো নবীই ছিল একদিন ...
মারফতি, চিন্তক ও ভাবুক
রক্তপুষ্পসংগ্রাহক, স্বপ্নহত্যাকারী
নৈরাজ্যবিলাসী
সে জানতো যা লেখা হয়ে গেছে, না লেখা কবিতারা
তার চেয়ে আরো রহস্যময়, অন্তর্ঘাতমূলক