কয়েকদিন আগেই বুদ্ধ পূর্ণিমা গেল। গৌতম বুদ্ধ ওরফে সিদ্ধার্থকে নিয়ে অনেক লেখা পড়লাম। অনেক কিছু নূতন জিনিস জানলাম। বুদ্ধের সংসার ত্যাগ, সিদ্ধিলাভ, জীবন দর্শন, হীনযান ও মহাযানের উদ্ভব ইত্যাদি নিয়ে অনেকেই লিখেছেন। সমৃদ্ধ হয়েছি। তার মধ্যে আস্তিক, নাস্তিক, অজ্ঞেয়বাদী সবাই আছেন। অর্থাৎ, তিনি এবং তার মত চর্চিত।
ফেসবুক থেকে মঃ আজাহারউদ্দিন অক্টোবর - ২০২০
Read more